অনুজীব কি: অনুজীব হচ্ছে এককোষী জীব, যাদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না। এই সকল অনুজীব সমূহ আবার আদি কেন্দ্রিক বা সুকেন্দ্রিক হতে পারে তবে এদের নির্দিষ্ট কোন প্রকার কেন্দ্রিকাযুক্ত কোষ নেই।
এই সকল অনুজীবের অধিকাংশ কোষ বিভাজন সংঘটিত হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে।অনুজীবের মধ্যে এমন অনুজীব রয়েছে যারা আমাদের উপকার করে থাকে এবং আমাদের সাহায্য করে থাকে।

আবার এই সকল অনুজীবের মধ্যেই এমন অনুযায়ী রয়েছে যারা আমাদের উপকার করে না বরং আমাদের ক্ষতি করে আমাদের অসুস্থ করে।অর্থাৎ অনুযায়ীব একপ্রকার রয়েছে উপকারী এবং অন্য একপ্রকার রয়েছে ক্ষতিকারক অর্থাৎ দুই প্রকারে রয়েছে।
অনুজীব কাকে বলে?
যে সকল এককোষী বা প্রকৃতকোষী জীবকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না তাদেরকে অনুজিব বলে।এই সকল অনুজীবকে আমরা খালি চোখে না দেখতে পেলেও এদের প্রভাব আমাদের ওপর অনেক শক্তিশালী হয়ে থাকে।
এই অনুজীবের সূচনা পৃথিবীর জীবন শুরু হওয়ার শুরু থেকে হলেও এদের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা মাত্র ২০০ বছর আগে।
আর এর কারণ হয়তো বা মানুষেরা দৃশ্যমান জিনিসকে গবেষণা করতে ব্যস্ত ছিলেন এবং অদৃশ্যমান জিনিসকে অগোচর করছিল।
আশা করি আমার লেখা এই পোস্টটি আপনি এতক্ষণ পর্যন্ত পড়েছেন আর পড়ার মাধ্যমে জানতে পেরেছেন অনুজীব কি এই প্রশ্নের উত্তর। এখন আমরা এই পোস্টটিতে আরো এ বিষয় সম্পর্কে কিছু ধারনা অর্জন করব এবং এদের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানব।
অনুজীবের উপকারিতা
অনুজীবের উপকারিতা অনেক রয়েছে আমরা দৈনন্দিন ক্ষেত্রে অণুজীবের অনেক উপকারিতা লক্ষ্য করতে পারি। যেগুলো আমরা লক্ষ্য করতে পারি কিন্তু লক্ষ্য করেও আমরা সেই বিষয়ে ধারণা করি না বা সে বিষয় চিন্তা করিনা।
আমরা মনে করি যে এখানে অনুজীবের কোন কাজ নাই এখানে এগুলো এমনি এমনি হয়েছে বা এমনি এমনি এই কাজটি সম্পন্ন হচ্ছে। কিন্তু আসলে তাই না এই কাজটি সম্পন্ন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে।
নিচে অনুজীবের উপকারিতা উল্লেখ করা হলো:
১} এই অনুজীব সাহায্যে বিভিন্ন রোগের বা বিভিন্ন জটিল রোগের অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করা হয়।
২} অনুজীব সমূহ আমাদের চারপাশে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা সমূহ পচাতে সাহায্য করে আমাদের পরিবেশকে পরিষ্কার করে।
৩} এই অনুজীব মাটির মধ্যে থাকে মাটির উর্বরতা বৃদ্ধি করতে সহায়তা করে।
৪} অনুজীব আমাদের খাদ্য হজমে সহায়তা করে থাকে।
৫} কিছু কিছু এমন অনুজীব রয়েছে যারা বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়।
৬} আবার অনুজীবের মধ্যে এমন অনুজীব রয়েছে যারা দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে থাকে।
৭} বিভিন্ন প্রকার রোগ নিরাময়ে করার ক্ষেত্রে এই অনুজীব ব্যবহার করা হয় থাকে।
৮} আমরা আমাদের চারপাশে যা কিছুই দেখি তার মধ্যেই রয়েছে সবকিছু অনুজিব এর মধ্যে কিছু উপকারী এবং কিছু ক্ষতিকর।
৯} কিছুই এমন অনুজীব রয়েছে যেগুলো শাকসবজি ফলমূলের পোকা দূর করতে সাহায্য করে।
১০} আবার কিছুই এমন অনুজীব রয়েছে যেগুলো কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে।
এখানে আমি অনুজীবের কিছু উপকারিতা উল্লেখ করেছি আশা করি আপনি এর উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আমি এখানে মাত্র ১০ টি উপকারিতা উল্লেখ করেছি এর মাধ্যমেই অণুজীবের উপকারিতা সীমাবদ্ধ নয় বা সীমাবদ্ধ থাকবে না।
এই অণুজীবের আরো অনেক উপকারিতা রয়েছে এগুলো লিখতে চাইলে আমরা অনেকগুলি লিখতে পারবো কিন্তু আপনার জন্য এগুলোই জরুরী। যদি কখনো প্রশ্নের মধ্যে আপনার এই প্রশ্নটি এসে থাকে তাহলে আপনি এই ১০ টি দিলেই আপনাকে ভালো নাম্বার প্রদান করা হবে।
অনুজীবের অপকারিতা
অনুজীবের উপকারিতা যেমন রয়েছে তেমন অপকারিতা রয়েছে অনেক এখন আমরা অনুজীবের অপকারিতা সম্পর্কে জানব।
এই অনুজীব সমূহ আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে থাকে এবং আমাদের অনেক সমস্যার সম্মুখীন করে থাকে।
কেননা যে সকল অনুজীব উপকারী সেগুলো আমাদের উপকার করে থাকে কিন্তু এর পাশাপাশি রয়েছে ক্ষতিকর অনুজীব। আর এই সকল ক্ষতিকর অনুজীব কখনো আমাদের উপকার করে না বরং এগুলো আমাদের ক্ষতি করে থাকে।
নিচে অনুজীবের অপকারিতা বা ক্ষতি করে উল্লেখ করা হলো:
১} এই অনুজীবের কারণে আমাদের বিভিন্ন জটিল রোগ হয় এবং এদের কারণে মৃত্যুও হতে পারে।
২ } এমন অনেক অণুজীব রয়েছে যাদের কারণে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং ফসল কম হয়।
৩} অণুজীবের আক্রমণ হওয়ার কারণে গাছ মারা যায় বা ফসল মারা যায়।
৪} কিছু এমন অনুজীব রয়েছে যেগুলো পানির সাথে মিশে পানিকে দূষিত করে ফেলে বা খাওয়ার অনুপযোগী করে।
৫} এমন অনুজীব রয়েছে যেগুলো আরো কারণে পানি বাহিত রোগ বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে প্রাণীদের মাঝে।
৬ } অনুজীবের আক্রমণের কারণে কিছু ভালো ভালো জিনিস নষ্ট হয়ে যায় বা পচে যায় যেমন: ভালো ভালো ফলমূল শাকসবজি।
৭} আবার শরীরের কথা বা কোন অঙ্গে কেটে গেলে অনুজীবের কারনে সেখানে পচন ধরতে পারে বা সংক্রমিত হতে পারে।
৮} অণুজীবের আক্রমণের কারণে গাছ বা বিভিন্ন উপকারী জিনিস মারা যেতে পারে।
৯} কোন অনুজীব নিজে রোগ না ছড়ালেও কিছু মাধ্যম তৈরি করে যাতে অন্য রোগ তৈরি হয় বা অন্য রোগ ছড়ায়।
১০} অনুজীবের কারণে বিভিন্ন প্রাণী বা বিভিন্ন গবাদি পশু বিভিন্ন রোগে আক্রমণ হতে পারে।
আশা করি আমার লেখা এই পোস্টটি আপনি সম্পূর্ণভাবে পড়েছেন এবং পড়ার মাধ্যমে বুঝতে পেরেছেন যে অনুজীব কি? আর সেই সাথে এখানে আমি আরো অন্যান্য বিষয়সমূহ উল্লেখ করেছি এবং আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন।
আরো পড়ুন: বিজ্ঞান কি?