অনলাইন শিক্ষক বদলি লিংক এ প্রবেশ করার মাধ্যমে আপনি আপনার শিক্ষক বদলি করার জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়ার জায়গা পাবেন। অর্থাৎ আপনি যদি শিক্ষক বদলি হিসেবে আবেদন করতে চান এবং অন্য জায়গা ট্রান্সফার হতে চান তাহলে অবশ্যই এই লিঙ্কে প্রবেশ করতে হবে।
কেননা আবেদন করা ছাড়া আপনি কোনভাবেই সম্মতি পাবেন না বদলি হবার জন্য এবং এর জন্য আপনাকে শিক্ষক বদলি লিংকে প্রবেশ করতে হবে। তাহলে চলন প্রথমে দেখা নেওয়া যাক যে অনলাইন শিক্ষক বদলে লিংক কোনটি বা কোনটি দ্বারা আমরা প্রবেশ করব ওয়েবসাইটে শিক্ষক বদলির জন্য।
অনলাইন শিক্ষক বদলি লিংক হলো: https://ttms.dpe.gov.bd/login এবং এর পূর্বে যে লিংকটি দ্বারা শিক্ষক বদলি করা হতো সেটি ছিল: https://ttms.dpe.gov.bd/login.
তবে কোনো অসুবিধা নেই আপনি যেকোনো একটি লিংকে ক্লিক করলেই সঠিক ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং বদলির জন্য আবেদন করতে পারবেন।
অনলাইন শিক্ষক বদলির জন্য আবেদন কিভাবে করবেন?
অনলাইন শিক্ষক বদলির জন্য আপনাকে প্রথমে আমাদের দেওয়া লিংকে ক্লিক করে, সঠিক ওয়েবসাইটে পৌঁছাতে হবে। সঠিক ওয়েবসাইটে পৌঁছানোর পর আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে, এগুলো হলো:
১.) প্রবেশের পর প্রথমেই আপনাকে আপনার যোগ্যতা সিলেক্ট করতে হবে তারপর আপনার IPEMIS নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে।
ঠিক এইভাবে করে আপনি প্রদান করবেন, নিচের চিত্র উল্লেখ রয়েছে। এবং লগ ইন বাটনে ক্লিক করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে।
২.) দেশবোর্ডে প্রবেশ করার পর আপনি নিচের চিত্রের মতো পৃষ্ঠায় পৌঁছাবেন।
আর প্রথমবার এর মত প্রবেশ করলে আপনার সিগনেচার প্রদান করতে হবে তারপর এই ড্যাসবোর্ডে আসতে পারবেন।
আর যদি সিগনেচার দেওয়ার অবসান না পান তাহলে লাল রংয়ের বক্সের মত স্থানে ক্লিক করুন যা চিত্রে উল্লেখ করা হয়েছে।
৩.) তারপর বদলির আবেদন নামে একটি মেনু রয়েছে যা আমি চিহ্নিত করে রেখেছি সেখানে ক্লিক করুন চিত্রটি অনুসরণ করে।
৪.) তারপর নিচের চিত্রের মত ড্যাশবোর্ড আসবে যেখানে আপনি আপনার বদলির জন্য স্কুল নির্বাচন করবেন।
তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন যেন তিন বা তার অধিক পরিমাণ স্কুল নির্বাচন করেন।
এবং তারপর পরবর্তী বাটনে ক্লিক দিয়ে পরবর্তী ধাপে চলে যান।
৫.) তারপর আপনার বদলির কারণ উল্লেখ করতে হবে অথবা কারো কারণে যদি বা কোন ব্যক্তির কারণে যদি বদলি হতে চান তাও উল্লেখ করে পরবর্তী ধাপে যাওয়ার জন্য পরবর্তী বাটনে ক্লিক দিতে হবে।
৬.) যেহেতু এই ওয়েবসাইটের সব কিছু বাংলা লেখা তাই আপনি প্রত্যেকটি বিষয় ভালোভাবে পড়বেন এবং উপযুক্ত বিষয় দেওয়ার মাধ্যমে সর্বশেষ ধাপে পৌঁছাবেন।
এবং সর্বশেষে তথ্য নিশ্চিত করার মাধ্যমে আপনার আবেদনটি নিশ্চিত করুন।
নিশ্চিত করার পর জমা দিন বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার বদলির আবেদন শেষ করতে পারবেন।
৭.) সর্বশেষে আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং তা সঠিকভাবে প্রদান করার মাধ্যমে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে।
তাহলে এখনি শিক্ষক বদলি এর জন্য আপনি অনলাইন শিক্ষক বদলি লিংক এ প্রবেশ করুন।
শেষ কথা:
অনলাইন শিক্ষক বদলি লিংক নিয়ে অনেকে অনলাইনে এসে সার্চ করে থাকে তবে যথাযথ ফল অনেকে আছে যারা পায় না।
তাই আপনাকে যথাযথ উত্তর দেওয়ার জন্য এই পোস্টটিতে সঠিক লিংক দিয়েছি এবং আপনাকে কে আবেদন করার প্রসেস বলে দিয়েছি।
আপনি যদি বদলি হতে চান বা অন্যকে বদলি করাতে চান তাহলে অবশ্যই আপনাকে উক্ত লিঙ্কে প্রথমে প্রবেশ করতে হবে অবশ্যই।
এবং উক্ত লিংকে প্রবেশ করার পর আমি কিছু পদ্ধতি বা ধাপ অবলম্বন করতে বলেছে যা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে শিক্ষক বদলির আবেদনের জন্য।
শিক্ষক বদলি করতে হলে শুধুমাত্র মুখ দিয়ে বললে বদলি হবে এমনটি না বরং এর জন্য অনলাইন আবেদন করতে হবে।
আর আবেদন করার সময় অবশ্যই আপনাকে সর্বনিম্ন পাঁচটি স্কুল শনাক্ত করতে হবে যেখানে আপনি ট্রান্সফার হতে চান।
আপনি আমাদের দেওয়া পদ্ধতি গুলো অবলম্বন করার মাধ্যমে এবং ধাপগুলো সঠিকভাবে পূরণ করার মাধ্যমে খুব সহজে অনলাইন শিক্ষক বদলির আবেদন করতে পারেন।
ধন্যবাদ, আমাদের এই পোষ্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য এবং সাধারণ কিছু জ্ঞান অর্জনের মাধ্যমে আপনার শিক্ষক বদলি আবেদন সম্পন্ন করার জন্য। অবশ্যই মাথা রাখবেন আপনাকে সঠিক তথ্য প্রদান করতে হবে কেননা পরবর্তীতে এর জন্য অনেক ঝামেলায় পড়তে হবে তাই।
আরও পড়ুন: শিক্ষক যোগ্যতা কি?